জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্যের মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নকে বাস্তবে রূপ দিতে উঠে পরে লেগেছে রাজ্যের পুলিশ প্রশাসন। যার ফলে রাজ্যের প্রতিটি প্রান্তে পুলিশ প্রশাসনের জালে আটক হচ্ছে নানা অবৈধ নেশা সামগ্রী পাচারকারী। যা অব্যাহত রয়েছে প্রতিনিয়ত রবিবারও গোপন খবরের ভিত্তিতে TR01F2376 নাম্বার এক অটো থেকে ২১৪ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ফরেন লিকার আটক করেন পশ্চিম আগরতলা থানার পুলিশ। এদিন সংবাদ মাধ্যমকে পশ্চিম আগরতলা থানার পুলিশ জানান অভিযুক্ত অটো চালকের নাম দীপঙ্কর দে, সে ফরেন লিকার গুলিকে আগরতলা থেকে নতুন নগর এলাকায় নিয়ে যাচ্ছিলো , সেই খবর পুলিশ গোপন সূত্রে পেয়ে উতপেতে বসে থাকে এবং তাকে কর্নেল চৌমুনি এলাকা থেকে আটক করে পুলিশ বলে জানান। উদ্ধারকৃত ফরেন লিকারগুলির বাজার মূল্য আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।