জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- .হিন্দু ধর্মের জাগরণে গোটা রাজ্যব্যাপী শৌর্য্য যাত্রার কর্মসূচি নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। আগামী ৭ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত গোটা রাজ্যব্যাপী শৌর্য্য যাত্রার রথ পরিক্রমা করবে। কুমারঘাট থেকে যাত্রা শুরু হয়ে বিভিন্ন জেলা পরিক্রমা শেষে ১৪ অক্টোবর আগরতলা রবীন্দ্র ভবনের সামনে এসে শেষ হবে। এখানে উপস্থিত থাকবেন বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় মহামন্ত্রী বিনায়ক রাও দেশপান্ডে। বৃহস্পতিবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের ত্রিপুরা উপ প্রান্তের কার্যকর্তাগণ এ সংবাদ জানিয়েছেন।