Site icon janatar kalam

গোটা দেশে DYFI ভারতীয় ঐতিহ্য ও সংবিধান রক্ষার শপথ নিয়ে গান্ধীজির মৃত্যুবার্ষিকী পালন করছে : পলাশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোটা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হল জাতির জনক মহাত্মা গান্ধীর ৭৭ তম শহীদান দিবস।মঙ্গলবার সকালে এদিনটিকে কেন্দ্র করে রাজ্যের রাজ্যপাল থেকে শুরু করে প্রদেশ কংগ্রেসের নেতৃত্বরাও শ্রদ্ধা জানিয়েছেন জাতির জনক মহাত্মা গান্ধীকে , এবার এ যাত্রায় সামিল হলেন বামপন্থী যুব সংগঠন ডি ওয়াই এফ আই।এদিন মেলামাঠস্থিত ছাত্র যুব ভবন থেকে সুসজ্জিত মিছিলের মধ্য দিয়ে সার্কিট হাউজস্থিত গান্ধী মুক্তির পাদদেশে এসে জাতির জনককে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনের নেতৃত্বরা। এদিন বামপন্থী যুব সংগঠন ডি ওয়াই এফ আইয়ের সভাপতি পলাশ ভৌমিক বলেন “1948 সালে, এই একই তারিখে, গান্ধীজি বিড়লা বাড়ি থেকে প্রার্থনায় যোগ দিতে যাওয়ার পথে নাথুরাম গডসে দ্বারা হত্যা করা হয়েছিল।”। গডসে বন্দুক দিয়ে তার বুকে তিনবার গুলি করেছিলেন এবং মৃত্যুর আগে গান্ধীজির শেষ কথা ছিল “হে রাম”।গোটা দেশে ডিওয়াইএফআই ভারতীয় ঐতিহ্য ও সংবিধান রক্ষার শপথ নিয়ে গান্ধীজির মৃত্যুবার্ষিকী পালন করছে বলে। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

Exit mobile version