জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভাই বোন মিলে পিটিয়ে খুন করল এক গৃহবধূকে। ঘটনা কৈলাশহর চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের ৫ নং ওয়ার্ড এলাকায়। সংবাদে প্রকাশ ওই এলাকার ঝন্টু তাঁতি ও তার স্বামী পরিত্যাক্তা বোন সুমি তাঁতি দুজনে মিলে ঝন্টু তাঁতির স্ত্রীমিনতি তাঁতিকে পিটিয়ে খুন করে ঘরের ভিতর চাঁদর ঢাকা দিয়ে রেখে দেয়। পরবর্তী সময় তাদের ছোট মেয়ে বর্ষা তাঁতের চিৎকার চেঁচামেচিতে পরদিন সকালে স্থানীয় মানুষ এসে মৃতদেহ দেখতে পেয়ে খবর দেয় মিনতি তাতির বাপের বাড়িতে। এদিকে মিনতি তাঁতির বাপের বাড়ির লোকজন ছুটে এসে পুলিশে খবর দিলে, পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে নিয়ে যায়। মৃত মিনতি তাঁতির বাপের বাড়ির লোকজনের অভিযোগ মূলে পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঝন্টু তাঁতিও ও তার বোন সুমি তাঁতিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। সকালে প্রচুর লোক ছুটে আসে ঝন্টু তাঁতির বাড়িতে। দাবি জানিয়েছে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার।