Site icon janatar kalam

গান্ধীজীর ১৫৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে নর নারায়ণ সেবা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিগত দিনের মতো এবারও নানা কর্মসূচির মধ্য দিয়ে গান্ধীজীর জন্ম জয়ন্তী উদযাপন করলো রাজধানী আগরতলার সামাজিক সংস্থা ইন্টিগ্রেটেড ইউথ অফ ত্রিপুরা। প্রতিবছরই এই সংগঠন গান্ধী জয়ন্তীতে আয়োজন করে নানা কর্মসূচি। এবারও তার ব্যতিক্রম ছিল না। সোমবার গান্ধীজীর ১৫৪ তম জন্মজয়ন্তী উপলক্ষে এই সামাজিক সংস্থা দিনভর আয়োজন করে নানা সামাজিক কর্মকান্ড। এর মধ্যে অন্যতম ছিল করোণাকালীন সময়ে সমাজের জন্য কাজ করেছেন এমন ব্যক্তিদের সম্মাননা জ্ঞাপন। এদিন সকালে সংস্থার কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এরকম চারজন ব্যক্তির হাতে সম্মান তুলে দেয় সংস্থা। সম্মান প্রাপকরা হলেন প্রীতি সরকার ঘোষ, সুমন ধানুক ডক্টর দীপেশ হালদার ও রঞ্জিত দে। সম্মাননা জ্ঞাপন ছাড়াও সংস্থা এদিন দুপুরে আয়োজন করে নর নারায়ণ সেবা ও সন্ধ্যায় গান্ধীজীর উপর আলোচনা চক্র। সকালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কর্পোরেটর জয়া ধানুক।

 

 

Exit mobile version