Site icon janatar kalam

গাছ এটকি প্রাণ আর গাছ কাটতে গিয়ে হারালো এক ব্যক্তির প্রাণ, ঘটনা জিবি হাসপাতাল চত্বরে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- গাছ কাটতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল শ্রমিকের। মৃত শ্রমিকের নাম মরণ শর্মা, বাড়ি খয়েরপুর এলাকায়। ঘটনা বুধবার সকালে জিবি হাসপাতাল চত্বরে। কাজ সেরে বাজার নিয়ে আর বাড়ি ফেরা হলো না এক দিনমজুরের। গাছ কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল তার। মৃত দিনমজুরের নাম মরণ শর্মা, বাড়ি ক্ষয়েরপুর এলাকায়।

বুধবার সকালে জিবি হাসপাতাল চত্বরে এই মর্মান্তিক ঘটনা ঘটে। জানা গেছে ,গত কয়েকদিন ধরেই মরণ শর্মা সহ আরো কয়েকজন শ্রমিক জিবি হাসপাতাল চত্বরে গাছ কাটার কাজে দৈনিক হাজীরার ভিত্তিতে নিযুক্ত ছিলেন।

এদিন জিবি হাসপাতাল চত্বরে একটি গাছ কাটার জন্য দড়ি নিয়ে গাছের উপরে চরেন তিনি। গাছ কাটতে কাটতে হঠাৎই পা পিছলে নিচে পড়ে যান তিনি। মাথা ,ঘাড় ,বুক ,হাত এবং পায়ে প্রচন্ড আঘাত পান মরণ শর্মা।

অন্যান্য শ্রমিকরা গুরুতর আহত অবস্থায় তাকে জিবি হাসপাতালে নিয়ে যান। জিবি হাসপাতালের চিকিৎসকরা তার চিকিৎসা শুরু করেন।এদিন জিবি হাসপাতালে কর্মরত এক চিকিৎসক জানান, রোগীর অবস্থা আশঙ্কাজনক ।মাথা ,ঘাড়, বুক ,হাত এবং পায়ে আঘাতের চিহ্ন রয়েছে ।এই অবস্থায় তারা চেষ্টা করে যাচ্ছেন বলে জানান তিনি।

এদিন জিবি হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন এই দিনমজুর ।জানা গেছে যে ঠিকেদারের অধীন তিনি কাজ করছিলেন সেই ঠিকেদার শ্রমিকদের সুরক্ষা ব্যবস্থায় ধ্যান দেননি ।সংশ্লিষ্ট ঠিকেদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী উঠেছে ।এই মর্মান্তিক ঘটনায় খয়েরপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Exit mobile version