Site icon janatar kalam

গাঁধীনগর থেকে ‘আপকি পুঁজি, আপনার অধিকার’ অভিযান শুরু করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

জনতার কলম ওয়েবডেস্ক:- আজ গুজরাটের গাঁধীনগর থেকে দেশজুড়ে ‘আপকি পুঁজি, আপনার অধিকার’ (Aapki Punji Aapka Adhikar) নামের বিশেষ অভিযান চালু করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই অভিযানের মূল লক্ষ্য হল আর্থিক ব্যবস্থার বিভিন্ন খাতে পড়ে থাকা অব্যবহৃত বা অদাবিকৃত আর্থিক সম্পদের দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করা এবং তা যথাযথ দাবিদারদের কাছে পৌঁছে দেওয়া।

অভিযান উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, এই উদ্যোগের মাধ্যমে ব্যাংক, বিমা সংস্থা, পেনশন ফান্ড, শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ড সংস্থাগুলির কাছে পড়ে থাকা অদাবিকৃত টাকার সঠিক দাবিদারদের কাছে তা দ্রুত ফিরিয়ে দেওয়া সম্ভব হবে। তিনি আরও বলেন, এই বিষয়ে দেশজুড়ে ব্যাপক জনসচেতনতা ছড়িয়ে দিতে হবে যাতে প্রকৃত সুবিধাভোগীরা তাদের প্রাপ্য সম্পদ পেতে পারেন। আর্থিক প্রতিষ্ঠান ও দাবিদারদের মধ্যে সংযোগ স্থাপনের ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন, যা নাগরিকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

গুজরাটের অর্থমন্ত্রী কানুভাই দেশাই এই উদ্যোগকে নাগরিক-কেন্দ্রিক শাসনের এক মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি আশ্বাস দেন, গুজরাটে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে থাকা অদাবিকৃত সম্পদের দ্রুত নিষ্পত্তি করা হবে। পাশাপাশি তিনি আয়কর ছাড় ও জিএসটি সংস্কারসহ একাধিক নাগরিকমুখী উদ্যোগের জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আগামী তিন মাসে এই অভিযান দেশের প্রতিটি জেলায় পরিচালিত হবে। এতে ব্যাংক, বিমা সংস্থা, পেনশন তহবিল, শেয়ার ও মিউচুয়াল ফান্ড সংস্থার কাছে পড়ে থাকা অদাবিকৃত সম্পদের সহজ ও দ্রুত সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হবে।

বর্তমানে সারা দেশের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে প্রায় ১ লক্ষ ৮২ হাজার কোটি টাকার অদাবিকৃত সম্পদ পড়ে আছে। উদ্বোধনী অনুষ্ঠানে কয়েকজন দাবিদারকে তাদের অদাবিকৃত সম্পদ পুনরুদ্ধারের সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

Exit mobile version