Site icon janatar kalam

গর্জনমুড়া টু বাগমা বেহাল রাস্তার সংস্কার চায় এলাকার মানুষ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘ কয়েক বছর ধরে উদয়পুর‌ গর্জনমুড়া টু বাগমা এলাকার রাস্তাটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে উদয়পুর পূর্ত দপ্তরের সাব ডিভিশন দুইয়ের অধিকারিকদের রাস্তাটি সংস্কার করার জন্য দাবি জানানো হলেও দপ্তর এই বিষয়ে কোন কর্নপাত করছে না। গর্জনমুড়া গ্ৰাম পঞ্চায়েত এলাকায় তিন নম্বর ওয়ার্ডের নির্বাচিত মহিলা প্রতিনিধি জানান বহুবার পঞ্চায়েত থেকে সংশ্লিষ্ট পূর্ত দপ্তরের আধিকারিকদের কাছে আবেদন করে রাস্তাটি মেরামতের জন্য অনুরোধ করা হলেও দপ্তর কোন‌ উদ্যোগ নিচ্ছে না।এই এলাকাটি সাধারণত কৃষি নির্ভর।এই‌ রাস্তাটি গর্জনমুড়া হয়ে বাগমা হয়ে উদয়পুর – সাব্রুম জাতীয় সড়কের সাথে জড়িত। রাস্তায় বড় বড় গর্ত হয়ে জল জমে রয়েছে।রাস্তায় চারদিকে ইট,সুরকি উঠে গেছে।বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা সহ এলাকার লোকজন পায়ে হেঁটে যেতে পারে না। সামান্য বূষ্টি হলে জল জমে যায়।এলাকার কোন লোকজন অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যেতে খুব কষ্ট হয়, কারন রাস্তার বেহাল অবস্থার জন্য কোন গাড়ি আসতে চায় না।অন্যদিকে এই বেহাল রাস্তার জন্য এলাকার কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে বাজার জাত করতে পারছে না। এলাকার লোকজনদের দাবি অতিসত্বর যাতে রাস্তাকে মেরামতের ব্যবস্থা করা হয়।

 

 

 

Exit mobile version