janatar kalam

গত ২৫ বছরে ত্রিপুরায় জনজাতিদের বিকাশ বাদ দিয়ে সিপিএম নেতাদের বিকাশ হয়েছে : রাজীব 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার দুটি লোকসভা আসনে পদফুল ফুটিয়ে নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করার সংকল্প নিয়ে কাজ করা হচ্ছে। পূর্ব ত্রিপুরা আসনের মানুষ মনস্থির করে নিয়েছেন কংগ্রেস- সিপিএম অশুভ জোটকে নয়, পদ্মফুল চিহ্নে ভোট দেওয়ার। জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রের কলসিতে এক নির্বাচনী জনসভায় এই কথা বললেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

শনিবার পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি দেবী দেববর্মণের সমর্থনে হয় নির্বাচনী জনসভা। এতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, প্রদেশ নেতৃত্ব পাপিয়া দত্ত, বিপিন দেববর্মা, প্রার্থী কৃতি দেবী দেববর্মণ, বিজেপি দক্ষিণ জেলা সভাপতি শঙ্কর রায়, এম ডি সি দেবজিত ত্রিপুরা, সঞ্জিত ত্রিপুরা সহ অন্যরা।

এদিনের সভায় আলোচনা করতে বিরোধীদের সমালোচনা করেন প্রদেশ বিজেপি সভাপতি। তিনি বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করে কংগ্রেস- সিপিএমকে উচিত শিক্ষা দেওয়ার আহ্বান জানান ভোটারদের কাছে। রাজীব বাবু অভিযোগ করেন ত্রিপুরায় জনজাতিদের বিকাশ বাদ দিয়ে সিপিএম নেতাদের বিকাশ হয়েছে। মোদীজির নেতৃত্বে দেশ বিকশিত জায়গায় যাচ্ছে। সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস ও সবকা বিশ্বাস নিয়ে বিজেপি সরকার চলছে। মোদীকে প্রধানমন্ত্রী বানাতে হবে এবং উনার হাতকে শক্তিশালী করতে হবে।

তিনি অভিযোগ করেন ২৫ বছরে সিপিএম গরিবের জন্য একটাও পরিকল্পনা নেয়নি। গরীব- জনজাতিদের শোষণ করেছে সিপিএম ২৫ বছরে। অথচ বিজেপি গরিবদের জন্য ঘর, উজ্জ্বলা যোজনায় গ্যাস সংযোগ সহ বিভিন্ন সুবিধা দিয়েছে। সামাজিক ভাতা দুই হাজার টাকা করেছে, চিকিৎসা বিমা যোজনা চালু করেছে।

 

 

Exit mobile version