Site icon janatar kalam

গত দুই বছরে শিক্ষা থেকে স্বাস্থ্য, পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ পরিষেবা সর্বক্ষেত্রেই বিজেপি ব্যর্থতার পরিচয় দিয়েছে : জিতেন্দ্র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি দ্বিতীয় ধাপে সরকার গড়ার দুই বছর পূর্তি করেছে। সেই উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে সভা ও বিভিন্ন অনুষ্ঠান। আর এই ঘটনাকে কটাক্ষ করলেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী। শনিবার তিনি সাংবাদিক সম্মেলন করে বিভিন্ন ইস্যুতে বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।

অপশাসন, দুর্নীতি এবং নৈরাজ্যের মধ্য দিয়েই বিজেপি দুই বছর অতিক্রান্ত করেছে বলে দাবি করলেন তিনি। সেই সঙ্গে তিনি বলেন, রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকেই গণতন্ত্রের অধিকার হরণ অব্যাহত রয়েছে।

নয়া ফ্যাসিস্ট সুলভনীতি এবং একদলীয় শাসন ব্যবস্থা কয়েম করে রাজ্যে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে যা এখনও অব্যাহত। শিক্ষা থেকে স্বাস্থ্য, পানীয় জল, রাস্তাঘাট, বিদ্যুৎ পরিষেবা সর্বক্ষেত্রেই বিজেপি ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে দাবি করলেন জীতেন্দ্র চৌধুরী। এখন মুখ লুকানোর জন্য ঘটা করে দুই বছর পূর্তি অনুষ্ঠান পালন করছে। তাদের আমলে দুর্নীতি এবং অপশাসনের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে ত্রিপুরা।

নির্বাচনের আগে তারা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলো সেই গুলির একটাও পালন করেনি। উল্টো মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এই সরকারের আমলে একদিকে যেমন কর্মসংস্থান কমেছে অন্যদিকে রেগা সহ সরকারি কর্মক্ষেত্রের পরিধি উল্লেখযোগ্য ভাবে কমিয়ে আনা হয়েছে।

Exit mobile version