গত এক সপ্তাহের মধ্যে এই নিয়ে তিনবার কেঁপে উঠল পাকিস্তান
janatar kalam
জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতের সঙ্গে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ফের কেঁপে উঠল পাকিস্তান। সোমবার (১২ মে) দুপুরে পাকিস্তানে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনমাত্রা ৪.৬। তবে ভূমিকম্পের কারণে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) অনুসারে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাকিস্তানের ২৯.১২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৬৭.২৬ পূর্ব দ্রাঘিমাংশের ১০ কিলোমিটার গভীরে। এর আগে ৫ এবং ১০ মে পাকিস্তানেও ভূমিকম্প অনুভূত হয়েছিল।