Site icon janatar kalam

জাতীয় ফুটবল আসরের সাজ চূড়ান্ত : ২৯শে সূচনা

জাতীয় ফুটবল খেলার মহারণের সাজ দোরগোড়ায়। ত্রিপুরার চারটি জেলার খেলা হবে। ২৯শে জানুয়ারী খেলার সূচনা হবে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব উদ্বোধন করবেন দুপুর ২টায়। মোট ৩০টি টিম ফাইনাল। কমলপুর গোমতী সিপাহিজলা পশ্চিম জেলায় খেলা চলবে। ৩০ ও ৩১ জানুয়ারী হবে চূড়ান্ত মহারণ। মাঠের নজরদারিও সেরে নেওয়া হয়েছে।

Exit mobile version