জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-রাজ্যের বর্তমান পরিস্থিতিতে যুব আন্দোলনকে আরও শক্তিশালী ও বেগবান করার লক্ষ্যে এগিয়ে যেতে হবে যুবসমাজ। বললেন প্রাক্তন মন্ত্রী শহীদ চৌধুরী।রবিবার ভারতের স্বাধীনতার 75 তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন এর উদ্যোগে আয়োজিত রাজ্য ভিত্তিক দাবা প্রতিযোগিতার শুভারম্ভ করে প্রাক্তন মন্ত্রী শহীদ চৌধুরী আরো বলেন, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তার জন্মলগ্ন থেকেই বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে চলেছে।বিশেষ করে গণতান্ত্রিক আন্দোলনে যুবসমাজকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে স্বাধীনতার পর থেকেই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। রাজধানীর স্টুডেন্ট হেলথ হোমে আয়োজিত প্রতিযোগিতায় খেলোয়াড়দের উপস্থিতি ছিল লক্ষণীয়।