Site icon janatar kalam

অপরাজিত স্পেন, হারালো চেক প্রজাতন্ত্রকে

জনতার কলম ওয়েবডেস্ক :- উয়েফা নেশনস লিগে চেক প্রজাতন্ত্রকে ২-০ ব্যবধানে হারাল স্পেন। ৪ ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে গ্রুপ শীর্ষে স্পেন। মালাগায় চেকের বিরুদ্ধে প্রথমার্ধে অনবদ্য দুটি সেভ করেন স্পেন গোলরক্ষক উনাই সিমোন। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ম্যাচের ২৪ মিনিটে লিড। মার্কো আসেনসিওর মাইনাস থেকে গোল কার্লোস সোলারের। টানা ১৮ ম্যাচে গোল করল স্পেন এবং জিতলও। প্রথমার্ধে আরও গোল করতে পারতো স্পেন। তাদের পাসিং ফুটবল এবং গতিতে দিশেহারা চেক প্রজাতন্ত্র। ৭৫ মিনিটে স্পেনের দ্বিতীয় গোল। বক্সের ডানদিক থেকে ফেরান তোরেসের লো ক্রস, প্রথম পোস্টের সামনে ট্যাপ ইনে গোল পাবলো সারাবিয়ার। আগের ম্যাচেও স্পেনকে জিতিয়েছিল সারাবিয়ার একমাত্র গোল। সারাবিয়ার দুরপাল্লার শট লক্ষ্যে থাকলে শেষ দিকে ৩-০ করতে পারতো স্পেন।
স্পেনের কোচ লুইস এনরিকে বলেন, ‘আমি খুবই খুশি, একাদশে সুযোগ পাওয়ার জন্য অনেকেই প্রস্তুত। অনেকেই আজ অনবদ্য খেলেছে। ম্যাচের প্রথমার্ধে আমরা আরও গোল করতে পারতাম। খুবই কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ।‘ ম্যাচের প্রথম গোলদাতা কার্লোস সোলার বলেন, ‘খুবই হাই লেভেল ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। বিশ্বকাপের প্রস্তুতিতে কাজে লাগবে এই ম্যাচগুলি।

Exit mobile version