Site icon janatar kalam

নিজেদের ভবিষ্যৎ নিয়ে প্রতিক্রিয়া দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি

জনতার কলম প্রতিনিধি:- অবসর নিয়ে বিরাট আপডেট দিলেন সিআর সেভেন রোনাল্ডো এবং এলএম টেন মেসি। ‘ডু-অর-ডাই’ ম্যাচে নামার আগে সিআর সেভেন জানিয়ে দিলেন যে, তাঁর ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের বয়স এখন ৩৭। রোনাল্ডো বলছেন, “এবার আমি এই প্রশ্ন করা শুরু করব। আমার ভবিষ্যতের সিদ্ধান্ত একমাত্র আমি নেব। আর কেউ না। আমার যদি মনে হয় আমি আরও খেলব, তাহলে খেলা চালিয়ে যাব। যদি মনে হয় খেলব না, তাহলে খেলব না। আমি সময় আসলে সিদ্ধান্ত নেব।” এদিকে এলএম টেন মেসি নিজের ভবিষ্যৎ নিয়ে বলেন আমি জানি না আমি বিশ্বকাপের পর কী করব! যা আসছে সেটা নিয়েই ভাবছি আপাতত। আগামী মঙ্গলবার ইকুয়েডর ম্যাচ আছে। তারপর জুন এবং সেপ্টেম্বরে প্রস্তুতি ম্যাচ আছে। আশা করি সব ভালই হবে। তবে এটা নিশ্চিত যে, বিশ্বকাপের পর অনেক কিছু বদলে যাবে।কাতার বিশ্বকাপের পর আমাকে অনেক কিছু নিয়ে ভাবতে হবে। তাছাড়া বলা চলে মেসি-রোনাল্ডো দেশের জার্সি তুলে রাখলে, ফুটবলের এক ঐতিহ্যময় অধ্যায় শেষ হয়ে যাবে।

Exit mobile version