জনতার কলম প্রতিনিধিঃ- এবারের আইপিএলের যাত্রা রানের বন্যা দিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত পরাজয় আটকাতে পারলো না ফাফ ডু প্লেসি এবং বিরাট অ্যান্ড কোং। আইপিএল ২০২২ এর আরসিবি নিজেদের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে যখন ২০৫/২ তুলেছিল, অনেকে ধরেই নিয়েছিলেন যে, জয় দিয়ে আইপিএল অভিযান শুরু করবেন বিরাট কোহলি, ফাফ ডুপ্লেসিরা। কিন্তু অন্যরকম কিছু ভেবেছিলেন ভানুকা রাজাপক্ষে, ওডিয়েন স্মিথরা। বলা চলে এবারের আইপিএলে দুরন্ত ছন্দে রয়েছেন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর অধিনায়ক ফাফ ডুপ্লেসি, একদিনের ম্যাচে রীতিমতো রানের বন্যা বইয়ে দেন তিনি যোগ্য সঙ্গ দেন বিরাট কোহলি এবং দীনেশ কার্তিক। এদিনের ম্যাচে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু 205 রানের বিশাল টার্গেট প্রতিপক্ষ পাঞ্জাবকে দিলে পাঞ্জাবের দল অনায়াসেই সেই টার্গেট পূরণ করে জয় ছিনিয়ে নেয়। কেননা ২২ বলে ৪৩ রান করে পাঞ্জাবের রান তাড়া করার ভিত তৈরি করে দেন রাজাপক্ষে। মহম্মদ সিরাজের বলে ভানুকা যখন ফিরলেন, ম্যাচ জিততে আর ৪১ বলে ৬৭ রান চাই পাঞ্জাবের। শেষ পর্যন্ত ৬ বল বাকি থাকতে দুরন্ত জয় ছিনিয়ে নিল পাঞ্জাব কিংস। ১৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৮/৫ তুলে ম্যাচ জিতল পাঞ্জাব। শাহরুখ খান ২০ বলে ২৪ রানে ও ওডিয়েন স্মিথ ৮ বলে ২৫ রানে ক্রিজে ছিলেন। প্রতিবছর আইপিএলের আসরে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু নিজেদের সেরাটা উজড়ে দিলেও আইপিএলের খেতাব দখল করতে পারেননি কোনবারই। এবারের আইপিএল দুরন্ত ছন্দে শুরু করেছে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর, খেতাব জয়ী হতে পারেন কিনা সেটা সময়েই বুঝা যাবে।