জনতার কলম প্রতিনিধি:- দেশের হয়ে টেস্ট খেলা নয়। ভারতে আইপিএল খেলতে আসছেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডিরা। যদিও সরকারিভাবে এই বিষয়ে কোনও বিবৃতি এখনও পর্যন্ত ক্রিকেট দক্ষিণ আফ্রিকার পক্ষ থেকে পাওয়া না গেলেও, মোটামুটি এটা নিশ্চিত যে ২ তারকা ক্রিকেটারই টেস্ট সিরিজে বাংলাদেশের বিরুদ্ধে দেশের জার্সিতে খেলতে নামবেন না। তাঁদের সঙ্গে তালিকায় রয়েছেন মার্কো ইয়েনসেনও। বাংলাদেশের বিরুদ্ধে ১৮ মার্চ থেকে ওয়ান ডে সিরিজে খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা শিবির। সেই সিরিজে তিনটি ম্য়াচ হবে। ১৮, ২০ ও ২৩ মার্চ এই তিনটি ওয়ান ডে ম্যাচে রাবাদাদের পাওয়া যাবে। কিন্তু এরপরই আইপিএলে খেলতে ভারতে উড়ে আসবেন তাঁরা, এমনই শোনা যাচ্ছে। বাংলাদেশের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজ শুরু হচ্ছে আগামী ৩১ মার্চ থেকে। অন্যদিকে আইপিএল শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ থেকে। ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে নজর কেড়েছিলেন মার্কো ইয়েনসেন। গত নিলামে তাঁকে দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে এই তরুণ বাঁহাতি পেসারের। সেখানেও নজর কেড়়েছেন তিনি। অন্যদিকে পঞ্জাব তুলে নিয়েছে রাবাদাকে ও দিল্লি ক্যাপিটালস এবার নিয়েছে লুঙ্গি এনগিডিকে। তবে আনরিচ নোখিয়াকে আদৌ কবে পাওয়া যাবে, তা নিয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায় নি।