Site icon janatar kalam

অনুষ্ঠিত হল কর্মরত সাংবাদিকদের লুডু প্রতিযোগিতা ,

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- শুক্রবার থেকে শুরু হলো আগরতলা প্রেসক্লাব আয়োজিত কর্মরত সাংবাদিকদের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে কর্মরত সাংবাদিকদের লুডো প্রতিযোগিতা। বেলা ১১ টায় আগরতলা প্রেস ক্লাবে লুডো প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্য দলের তারকা মহিলা ক্রিকেটার মৌচৈতি দেবনাথ ও স্পোর্টস কমিটির কনভেনার দেবব্রত চক্রবর্তী। লুডো প্রতিযোগিতায় এদিন ১৮ জন কর্মরত সাংবাদিক প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ ক্ষেত্রে মহিলাদের যোগদানও ছিল উল্লেখযোগ্য। লুডো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ানের খেতাব অর্জন করেছেন সন্তোষ গোপ এবং রানার্স সিষান চক্রবর্তী। তৃতীয় স্থান অর্জন করেছেন চিন্টু রায় দেববর্মা। সুষ্ঠুভাবে লুডো প্রতিযোগিতা সম্পন্ন হওয়ায় পেশাগত দায়িত্ব পালনে বহি:রাজ্যে থাকা আগরতলা প্রেসক্লাবের স্পোর্টস কমিটির চেয়ারম্যান অলক ঘোষ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। এই দিন আগরতলা প্রেস ক্লাবের স্পোর্টস কমিটির কনভেনার দেবব্রত চক্রবর্তী বলেন কর্মরত সাংবাদিকদের লুডু খেলার মধ্য দিয়ে আজকের উদ্বোধনের সূচনা করা হয় এবং কর্মরত সাংবাদিকরাও যেন কাজের পাশাপাশি নিজেদের মধ্যে মনোরঞ্জন করতে পারে তার জন্য এই ধরনের খেলার আয়োজন করা হয়েছে আগরতলা প্রেসক্লাবের পক্ষ থেকে। উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য দলের তারকা মহিলা ক্রিকেটার মৌচৈতি দেবনাথ বলে খেলার সবগুলো ইভেন্টে যেন সবাই ভালো খেলে তার কামনা করেন।

Exit mobile version