জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- আজ আগরতলা প্রেস ক্লাব ব্লু দলের সাথে খোয়াই ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় কোহিনুর মার্কেট স্থিত পুরাতন এয়ারপোর্ট মাঠে। টস জিতে খোয়াই ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। বৃষ্টি ও কুয়াশার দোলাচলের মধ্যেই শুরু হয় আজকের ম্যাচ। নির্ধারিত ১৬ ওভারে খোয়াই দল স্কোরবোর্ডে সংগ্রহ করে ৯ উইকেটের বিনিময়ে মাত্র ৪৪ রান। জবাবে ব্যাট করতে নেমে আগরতলা প্রেসক্লাবের ব্লু দল অনায়াসেই ৫ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান হাসিল করে নেয়। দলের হয়ে বল হাতে অনির্বাণ দেব ৪ টি এবং দুটি করে উইকেট ভাঙেন বিশ্বজিৎ দেবনাথ ও প্রসেনজিৎ সাহা। অপরদিকে দলের অধিনায়ক অভিষেক দে ও জাকির হোসেন দুর্দান্ত বোলিং করেন বলে খবর।