Site icon janatar kalam

অলিম্পিকের জন্য রাশিয়া ও বেলারুশকে প্যারিসে আমন্ত্রণপত্র দেওয়া হয় নি

জনতার কলম ওয়েবডেস্ক :- প্যারিস অলিম্পিক শুরু হবে ২০২৪ সালের ২৬ জুলাই। তার এক বছর আগে আজ আনুষ্ঠানিকভাবে সদস্যদেশগুলোকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি (আইওসি)। তবে রাশিয়া ও বেলারুশকে চিঠি পাঠানো হয়নি। এএফপি জানিয়েছে, আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ ২০৩টি দেশকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন।এর মধ্যে ইউক্রেনে হামলা চালানো রাশিয়া ও দেশটির সহযোগি বেলারুশ নেই। এ ছাড়া সদস্যপদ স্থগিত থাকায় মধ্য আমেরিকার দেশ গুয়েতেমালাও আমন্ত্রণ পায়নিরাশিয়া ও বেলারুশকে যে প্যারিস অলিম্পিকে ডাকা হবে না, সেটি জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে জানিয়েছিল আইওসি। তবে রাষ্ট্র অংশ নিতে না পারলেও দেশ দুটির ক্রীড়াবিদদের জন্য অলিম্পিকের দরজা খোলা রাখা হয়েছে। রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদেরা অলিম্পিক পতাকার অধীনে খেলতে পারবেন। ২০২৪ অলিম্পিকের এক বছর ক্ষণগণনা শুরুর দিনে আইওসিপ্রধান বাখ প্যারিসে ছিলেন। তিন দিনের সফরে অলিম্পিকের জন্য প্যারিসের প্রস্তুতির খোঁজখবর নেন তিনি। সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলার পর অলিম্পিকের জন্য প্যারিসের প্রস্তুতি ‘চমত্‍কার’ বলে মন্তব্য করেন বাখ।

Exit mobile version