জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২০২৩-২৪ রাখাল শিল্ড নক আউট ফুটবল ও প্রথম ডিভিশন ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে গত ১৯ জুলাই থেকে স্থানীয় সহ বহিঃরাজ্যের ফুটবলারদের নিয়ে অনুশীলন শুরু করে দিয়েছে রাজধানী ঐতিহ্যবাহী ক্লাব ফরওয়ার্ড। গত বছর রাখালশিল্ড নক আউট প্রতিযোগিতার রার্নাস হওয়া দলটি এবছর চ্যাষ্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে বলে জানান ক্লাব সম্পাদক পার্থ সারথি গুপ্ত। রাখাল শিল্ড নক আউট ও প্রথম ডিভিশন লিগের জন্য ইতিমধ্যে মনিপুর থেকে ৯ জন ও মিজোরাম থেকে ১ জন ফুটবলার ফরওয়ার্ড-এর শিবিরে এসে অনুশীলন শুরু করে দিয়েছে। দলের কোচ সুভাষ বোস এর তত্বাবধানে প্রতিদিন নিয়ম করে স্থানীয় ফুটবলার ও বহিঃরাজ্যের ফুটবলাররা উমাকান্ত মিনি স্টেডিয়ামে জোর কদমে অনুশীলন চালিয়ে যাচ্ছে।