জনতার কলম ওয়েবডেস্ক :- এই নিয়ে মোট পাঁচবার আইপিএল চ্যাম্পিয়ন হয়ে মুম্বইকে ধরে ফেলল চেন্নাই সুপার কিংস। তারা স্বপ্নের জয় পেয়েছে ফাইনালে।
জয়ের জন্য ধোনিদের ১৫ ওভারে দরকার ছিল ১৭১ রান। ১৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে শেষ ওভারের শেষ বলে জয় ছিনিয়ে নিল চেন্নাই। গুজরাটের হয়ে শেষ ওভারে বল করতে আসেন মোহিত শর্মা। শেষ ওভারের প্রথম বলে কোনও রান খরচ করেননি মোহিত শর্মা। দ্বিতীয় বলে ১ রান নেন দুবে। তৃতীয় বলে ১ রান নেন জাদেজা।
চতুর্থ বলে ১ রান নেন দুবে। সুতরাং, জয়ের জন্য শেষ ২ বলে ১০ রান দরকার ছিল চেন্নাইয়ের। পঞ্চম বলে ছক্কা মারেন জাদেজা। জয়ের জন্য শেষ বলে চার রান দরকার চেন্নাইয়ের। শেষ বলে চার মেরে চেন্নাইকে ম্যাচ জেতান জাদেজা। আজকের ম্যাচ জিতে মহেন্দ্র সিং ধোনিরা নিজেদের পঞ্চম আইপিএল খেতাব হাতে তুললেন।