জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এবার টাকা নয়ছয় এর অভিযোগ উঠলো পোলস্টার ক্লাবের সেক্রেটারি তাপস ঘোষের বিরুদ্ধে। সোমবার পোলস্টার ক্লাবের প্রতিনিধি উৎপল আচার্জি সহ এক প্রতিনিধি দল টি সি এ র সভাপতির কাছে এক অভিযোগ পত্র জমা দিয়েছে। প্রসঙ্গত আর্থিক দুর্নীতির দায়ে ইতিমধ্যেই পোলস্টার ক্লাবের সম্পাদক পদ থেকে বাদ দেওয়া হয়েছে তাপস ঘোষকে।অবিলম্বে তাকে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সম্পাদক পদ থেকেও সরানোর দাবী তুলেছে তারা।