জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এিপুরা টেনিস অ্যাসোসিয়েশন পরিচালিত ১৯ তম কৌশল উন্মুক্ত টেনিস প্রতিযোগিতার শনিবার কুঞ্জবন টেনিস কমপ্লেক্সে আনুষ্ঠানিক সূচনা করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম এিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, এিপুরা টেনিস অ্যাসোসিয়েশন এর সচিব, সভাপতি সহ অন্যানরা।আসরে মোট ১০ টি দল অংশগ্রহণ করে। যার মধ্যে খেলোয়াড় রয়েছে ৬০ জন।প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় বলেন, খেলাধুলার প্রচার ও প্রসারে বরাবরই গুরুত্বারূপ করে আসছে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাই খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের প্রধান লক্ষ্য।