Site icon janatar kalam

আয়ারল্যান্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত

জনতার কলম ওয়েবডেস্ক :- ইতিমধ্যেই একদিনের বিশ্বকাপ ক্রিকেটের জন্য তোর জোর প্রস্তুতি শুরু করেছে টিম ইন্ডিয়া। এরই মাঝে চলতি বছরেই ফের আয়ারল্যান্ড সফরে যেতে পারে ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় দলের এই সফরকে স্বাগত জানিয়েছেন আয়ারল্যান্ড দলের মুখ্য কর্তা।এ বছরের শেষেই ৫০ ওভারের বিশ্বকাপ। তার আগে আরও বেশি প্রস্তুতির সুযোগ রোহিত শর্মাদের সামনে।আয়ারল্যান্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলেছেন তাঁরা। তাঁদের মুখ্য কর্তা ওয়ারেন ডিউট্রম লিখেছেন, ‘এই নিয়ে টানা দ্বিতীয় বছর আয়ারল্যান্ডে আসতে চলেছে ভারত। এই সফর বাস্তবায়িত করার জন্য বিসিসিআইকে ধন্যবাদ।’ জানা গিয়েছে, অগস্টের ১৮ থেকে ২৩ তারিখ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে।

Exit mobile version