Site icon janatar kalam

ভারতে এসে গড়ছেন একের পর এক রেকর্ড নাথান লিয়ন

জনতার কলম ওয়েবডেস্ক :- নাথান লিয়ন যেন নিজেকে বারেবারে ছাপিয়ে যাচ্ছেন। এ বার ভারতে এসে গড়ছেন একের পর এক রেকর্ড। আমদাবাদের ব্যাটিং সহায়ক পিচেও তিনি পিছনে ফেললেন ডেরেক আন্ডারউড, রিচি বেনাউড, কোর্টনি ওয়ালশ, মুথাইয়া মুরলিধরনদের। ভারতে এসে সফরকারী দলের হয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড এখন লিয়নের ঝুলিতে।ভারতে এসে তিনি মোট ৫৫টি উইকেট নিয়ে নজির গড়লেন।

শনিবার শুভমন গিলকে আউট করে নাথান লিয়ন স্পর্শ করেছিলেন ইংল্যান্ডের ডেরেক আন্ডারউডকে। ব্রিটিশ বোলার ভারত সফরে এসে টেস্টে ৫৪টি উইকেট নিয়েছিলেন। সেই নজিরই রবিবার শ্রীকর ভরতকে আউট করে ছাপিয়ে যান নাথান লিয়ন। এ বারের বর্ডার-গাভাসকর সিরিজে এখনও পর্যন্ত শ্রীকর ভরতকে নিয়ে মোট ২১টি উইকেট নিয়ে ফেলেছেন নাথান লিয়ন। সেই সঙ্গে ভারত সফরে এসে তাঁর মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ৫৫টি। এই সংখ্যা হয়তো আমদাবাদ টেস্টে আরও বাড়তে পারে।লিয়ন এবং ডেরেক আন্ডারউড ছাড়া অস্ট্রেলিয়ার রিচি বেনাউড ভারত সফরে এসে টেস্টে ক্রিকেটে নিয়েছিলেন ৫২টি উইকেট, ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ নেন ৪৩টি উইকেট এবং শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিধরন নিয়েছেন ৪০টি উইকেট। এঁদের সকলকেই এ বার পিছনে ফেলে দিলেন অস্ট্রেলিয়ান নাথান লিয়ন।আমদাবাদে পিচের পুরো ফায়দা লুটছে দুই দলের ব্যাটাররাই। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৪৮০ রানে অলআউট হয়ে গিয়েছিল। উসমান খোয়াজার ১৮০ এবং ক্যামেরন গ্রিনের ১১৪ রানের হাত ধরে অজিরা রানের পাহাড় গড়ে। তবে রবিচন্দ্রন অশ্বিন ৬ উইকেট তুলে নিয়ে অজিদের শেষ পর্যন্ত ৫০০ টপকাতে দেননি। বাকি মহম্মদ শামি ২ উইকেট নিয়েছিলেন এবং ১টি করে উইকেট নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল।

জবাবে রান তাড়া করতে নেমে ভারতও ভালো জায়গায় রয়েছে। শুভমন গিল ১২৮ রান করেন। এবং কোহলিও সেঞ্চুরি করে ফেলেছেন। এ ছাড়া চেতেশ্বর পূজারা ৪২ করে আউট হন। শ্রীকর ভরত ৮৮ বলে ৪৪ রান করে নাথান লিয়নের ডেলিভারিতে হ্যান্ডসকম্বকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। আর এই উইকেটের হাত ধরেই অজি স্পিনার গড়ে ফেলেন বড় নজির।

Exit mobile version