জনতার কলম ওয়েবডেস্ক :- হকি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আগামীকাল ভুবনেশ্বরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করল ওড়িশা সরকার। রাজ্যের অন্যান্য অংশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি দুপুর দেড়টা পর্যন্ত খোলা থাকবে। ওড়িশার মুখ্যমন্ত্রীর দফতর থেকে এ কথা জানানো হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, ভুবনেশ্বর সহ রাজ্যের সর্বত্র সরকারি দফতরগুলি আগামীকাল দুপুর দেড়টা পর্যন্ত খোলা থাকবে।কটকের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দফতর বুধবার দুপুর দেড়টা পর্যন্ত খোলা থাকবে। হকি বিশ্বকাপ নিয়ে ওড়িশায় উন্মাদনা তুঙ্গে। উদ্বোধনী অনুষ্ঠানের টিকিটেরও ব্যাপক চাহিদা দেখা গিয়েছে। আজ বিশ্বকাপে যোগ দেওয়া ১৬টি দলের অধিনায়কদের সঙ্গে দেখা করেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। তিনি ১৬ জন অধিনায়কের সঙ্গে মুক্তেশ্বর মন্দিরে ছবিও তোলেন।