জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আমবাসার ডলুবাড়ি বাজারে শুরু হল নক আউট সেভেন এ সাইড ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট। সোমবার সন্ধ্যায় এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় এই ক্রিকেট টুর্নামেন্ট। প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে টুর্নামেন্টের সূচনা করেন সাংসদ রেবতী ত্রিপুরা, উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, কাউন্সিলর শংকর চক্রবর্তী, এলাকার বিশিষ্ট নাগরিক সুকুমার দেবনাথ সহ অন্যান্যরা। এই ক্রিকেট টুর্নামেন্টে মোট 40 টি দল অংশগ্রহণ করে। ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায় ডলুবারি এলাকার মানুষ সহ ব্যবসায়ীদের মধ্যে।