জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এিপুরা বনাম চন্ডীগড় এর মধ্যে ৪ দিনের রঞ্জি ট্রফি ম্যাচ অনুষ্ঠিত হবে এম.বি.বি স্টেডিয়ামে। ২০২২-২৩ মরশুমের আগে ৩ টি ম্যাচের মধ্যে ১টি ম্যাচ পরাজিত ও ২ টি ম্যাচ লিড নিয়ে ড্র করেছে রাজ্য দল। সোমবার চন্ডিগড় ও এিপুুুরা দলের ক্রিকেটাররা মঙ্গলবার থেকে শুরু হওয়া ম্যাচে নামার আগে এম.বি.বি স্টেডিয়ামে শেষ প্রস্তুতি সেরে নেয়। আসরে চন্ডীগড় এর বিরুদ্ধে রাজ্য দল চতুর্থ ম্যাচ খেলতে নামবে। জানিয়েছে ত্রিপুরার কোচ ভাস্কর পিল্লাই।