জনতার কলম ওয়েবডেস্ক :- শুক্রবার রুরকিতে গাড়ি দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিত্সাধীন ভারতীয় ক্রিকেট দলের উইকেট কিপার ঋষভ পন্থ। কিন্তু তাঁর যা অবস্থা তাতে আগামী কয়েক মাস মাঠে নামা যাবে না। ফলে ঘরের মাঠে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ এবং পুরো আইপিএল থেকে ছিটকে যেতে হচ্ছে পন্থকে।ঋষভ পন্থ আইপিএলে ছিলেন দিল্লি ক্যাপিটালসে।শুক্রবার দিল্লি থেকে মার্সিডিজ চালিয়ে দেরাদুনের দিকে যাচ্ছিলেন ঋষভ। রুরকির কাছে ডিভাইডারে ধাক্কা মারে ভারতীয় ক্রিকেট দলের উইকেট কিপারের গাড়ি। তারপরেই গাড়িটিতে আগুন লেগে যায়।
কোনওরকমে কাচে জানলা ভেঙে বাইরে বের হন পন্থ। তাঁকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে রুরকির একটি হাসপাতালে নিয়ে যান। তারপর নিয়ে যাওয়া হয় দেরাদুনের ম্যাক্স হাসপাতালে।
ইতিমধ্যে পন্থের স্ক্যান ও এমআরআই হয়েছে। আশঙ্কা ছিল তাঁর মাথা ও মেরুদণ্ডের চোট নিয়ে। তবে গতকাল সন্ধের পর এমআরআই রিপোর্ট হাতে আসতে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেলেন চিকিত্সকরা।ম্যাক্স হাসপাতালের চিকিত্সকরা জানিয়েছেন, পন্থের মস্তিষ্ক ও মেরুদণ্ডের চোট খুব একটা মারাত্মক নয়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারতীয় ক্রিকেটারের দুটি এমআরআই রিপোর্টেই অস্বাভাবিক কিছু ধরা পড়েনি। ফলে চিন্তার যে কালো মেঘ ঘনিয়েছিল সেটা খানিকটা হলেও কাটে।
পন্থের শরীরে আরও বেশ কয়েকটি জায়গায় চোট রয়েছে। বিসিসিআই ইতিমধ্যেই জানিয়েছে, কপালে, পিঠে হাঁটুতে একাধিক আঘাত পেয়েছেন ঋষভ। সংবাদমাধ্যম সূত্রে খরব, পন্থের চোটের জায়গায় প্লাস্টিক সার্জারি করা হবে। এই অবস্থায় এখন বেশ কয়েক মাস মাঠের বাইরেই থাকতে হবে তাঁকে।