Site icon janatar kalam

লিডস ইউনাইটেডকে ৩-১ গোলে হারায় ম্যানচেস্টার সিটি

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রিমিয়ার লিগে বুধবার রাতে লিডস ইউনাইটেডকে ৩-১ গোলে হারায় ম্যানচেস্টার সিটি। দ্বিতীয়ার্ধে ১৩ মিনিটের মধ্যে দুটি গোল করেন হলান্ড।ম্যাচের প্রথম মিনিটেই লিডস গোলরক্ষক মেলিয়ের হালান্ডের একটি শট বাঁচান।প্রথমার্ধের সিংহভাগ সময়টাই ম্যান সিটি দাপট দেখালেও, দাঁতে দাঁত কামড়ে লড়াই চালিয়ে যায় লিডস। তবে একেবারে প্রথমার্ধ শেষের মাথায় রড্রি গোল করে সিটিকে কাঙ্খিত লিড এনে দেন। ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আর্সেনাল। সমান ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সিটি আছে দুইয়ে।এই সময়ে বিশ্বের সেরা তারকাদের একজন হলেও হলান্ডকে বিশ্বকাপে দেখা যায়নি তার দেশ নরওয়ে কোয়ালিফাই করতে না পারায়। বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপ তাকে পুড়িয়েছে বটে। তবে তাতে আরও বাড়তি প্রেরণার রসদও পেয়েছেন তিনি।বিশ্বকাপে তাঁর দেশ যোগ্যতা অর্জন করতে না পারায়, তিনি কাতারে খেলতে পারেননি ঠিকই, তবে ইপিএল ফের চালু হতেই গোল করেছেন হালান্ড। প্রসঙ্গত, ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিমধ্যেই ম্যাঞ্চেস্টার সিটির জার্সিতে ১৪টি ম্যাচে ২০টি গোল করে ফেলেছেন আর্লিং হালান্ড। যা ইতিমধ্যেই রেকর্ড। তিনি ইপিএলের ইতিহাসে প্রথম ফুটবলার যিনি মাত্র ১৪ ম্যাচে ২০টি গোল করার রেকর্ড গড়লেন।হাল্যান্ড বলেন, “বিশ্বকাপে অন্যদের গোল করতে দেখে আমি এক প্রকার আমার ব্যাটারি রিচার্জ করেছি। বিশ্বকাপের ম্যাচগুলি আমাকে একদিকে যেমন অনুপ্রাণিত করেছে, তেমনই আমি বিরক্তও হয়েছি। আমি গোল করার জন্য আগের থেকে আরও বেশি ক্ষুধার্ত।”

Exit mobile version