Site icon janatar kalam

পাঞ্জাব ত্রিপুরা মুখোমুখি হবে মঙ্গলবার :ভাস্কর পিলাই

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ২৭ ডিসেম্বর ত্রিপুরার সাথে পাঞ্জাব রঞ্জি দলের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগরতলা এমবিবি স্টেডিয়ামে। ত্রিপুরা প্রথম ম্যাচ গুজরাটের সাথে ড্র হলেও দ্বিতীয় ম্যাচে হেরে যায় বরুদার সাথে।তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে পাঞ্জাবের সাথে এখন দেখার বিষয় তৃতীয় ম্যাচে কি ফলাফল আসে।পাঞ্জাব ও ত্রিপুরা উভয় দল এমবিবি মাঠে শেষ প্রস্তুতি সেরে নিচ্ছে। সোমবার ত্রিপুরা দলের কোচ ভাস্কর পিলাই জানান ,গত দুই ম্যাচের তুলনায় মঙ্গলবার পাঞ্জাবের সাথে যে ম্যাচ হতে চলছে সেখানে ভালো প্রদর্শন করবে টিম ত্রিপুরা।

Exit mobile version