Site icon janatar kalam

জাতীয় আসর থেকে তিনটি স্বর্ণপদক ছিনিয়ে আনলো দৃষ্টিহীন যুবক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জাতীয় স্তরে খেলায় অংশগ্রহণ করার জন্য অর্থ চেয়েও অর্থ পাওয়া গেল না স্পোর্টস দপ্তর থেকে। নিজের খরচায় দিল্লি অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে 3-3 টি গোল্ড মেডেল নিয়ে রাজ্যে ফিরে এসেছে কাকড়াবনের আমজাদ হোসেন। নয়াদিল্লিতে আয়োজিত জাতীয় স্তরের অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে যাওয়ার জন্য রাজ্য সরকারের খেল দপ্তর থেকে আর্থিক সাহায্য পায়নি কাকড়াবনের যুবক মোহাম্মদ আমজাদ হোসেন। আমজাদ হোসেন খেল দপ্তরে গেলে অর্থের সংস্থান নেই বলে তাকে পাঠিয়ে দিয়েছে সমাজ কল্যাণ দপ্তরে। সমাজ কল্যাণ দপ্তর থেকেও আর্থিক সাহায্য না পেয়ে শেষ পর্যন্ত আমজাদ হোসেন ত্রিপুরা ব্লাইন্ড এসোসিয়েশন এর সাহায্যে নয়াদিল্লির জাতীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এ যোগদান করে।আর সেই চ্যাম্পিয়নশিপে যোগদান করেই বাজিমাত করে ফেলে রাজ্যের দৃষ্টিহীন যুবক।তিনটি ইভেন্টে পরপর স্বর্ণপদক জয়ী হয় সে।রাজ্যে ফিরে এসে বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে তার আক্ষেপ তুলে ধরেন। এদিন রাজ্য সরকারের প্রতি একরাশ ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করে দৃষ্টিহীন যুবক মোহাম্মদ আমজাদ হোসেন বলেন , সরকার যেন সব সময় সজাগ দৃষ্টি রাখে , আমলাকুল কিরকম কাজকর্ম করছে। কেননা সরকারের সদ ইচ্ছা থাকলেও আমলা কুলের খামখেয়ালিপনায় অনেক সাধারণ মানুষ সরকারি সুযোগ-সুবিধা থেকে নীরবেই বঞ্চিত হয়ে যাচ্ছে। দৃষ্টিহীন যুবক মোহাম্মদ আমজাদ হোসেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও ক্রীড়া মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন , তারা যেন দৃষ্টিহীন প্রতিবন্ধীদের দিকে নিজেদের ছেলে মেয়ের মত দেখে ভবিষ্যতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তাহলে দৃষ্টিহীন প্রতিবন্ধী যুবক-যুবতীরাও দেশ তথা বহির্বিশ্বের কাছে রাজ্যের নাম উজ্জ্বল করতে পারবে। এদিনের সাংবাদিক বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরা এসোসিয়েশনের প্রেসিডেন্ট ভজহরি দেবনাথ সহ অন্যান্য দৃষ্টিহীন প্রতিবন্ধী যুবক যুবতীরা।

Exit mobile version