জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শ্যাম সুন্দর কোং-চন্দ্র মেমোরিয়াল স্মৃতি প্রথম ডিভিশন ফুটবল ম্যাচে শনিবার রামকৃষ্ণ ক্লাবকে ক্লাবকে দুই গোলে হারিয়েছে জুয়েল এসোসিয়েশন। দিনের ম্যাচে জুয়েল এসোসিয়েশন দিয়েছে দুটি গোল অপরদিকে রামকৃষ্ণ ক্লাব মাত্র একটি গোল দিতে সমর্থ হয়। খেলার প্রথমার্ধে টানটান উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত হার মানলো রামকৃষ্ণ ক্লাব। ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে জুয়েলস এসোসিয়েশনের মলসুম ডাঙ্গা।