Site icon janatar kalam

চন্দ্র মেমোরিয়াল স্মৃতি প্রথম ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় প্রথম জয়ের স্বাদ পেল ফরওয়ার্ড

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শ্যাম সুন্দর কোং – চন্দ্র মেমোরিয়াল স্মৃতি প্রথম ডিভিশন ফুটবল প্রতিযোগিতায় শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে আসরের অষ্টম ম্যাচে মুখোমুখি হয় ফরওয়ার্ড ক্লাব ও বীরেন্দ্র ক্লাব । ম্যাচে ৭-০ গোলের বড় ব্যবধানে বীরেন্দ্র ক্লাবকে পরাজিত করে আসরের প্রথম জয়ের স্বাদ পেল ফরওয়ার্ড ক্লাব । এদিনের ম্যাচে সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয় ফরওয়ার্ড ক্লাবের ফুটবলার চিজোবা । ম্যাচে চিজোবা হ্যাট্রিক সহ ৪ টি গোল করেন।

Exit mobile version