Site icon janatar kalam

দক্ষিণ কোরিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে শেষ আটে ব্রাজিল

জনতার কলম ওয়েবডেস্ক :- কোয়ার্টার ফাইনালের টিকিটের লড়াইয়ে নেমেছিল ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। কোনও এক দলের কাছে শেষ আট নিশ্চিত করার সুযোগ ছিল। দক্ষিণ কোরিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়ে শেষ আটে ব্রাজিল। নেইমার ফেরায় ব্রাজিল শিবির বেশ চনমনে ছিল। গত জুনে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলেছিল ব্রাজিল। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন নেইমার। ব্রাজিল জিতেছিল ৫-১ ব্যবধানে। এ দিন ব্রাজিল জিতল ৪-১ ব্যবধানে। পেনাল্টি থেকে ১ গোল নেইমারের। ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়াস জুনিয়র। পেনাল্টি থেকে ব্য়বধান বাড়ান নেইমার। প্রথমার্ধেই স্কোর লাইন ৪-০ করেন রিচার্লিসন এবং লুকাস পাকেতা। অ্যালিসন বেকার অনবদ্য কিছু সেভ করে। তেমনই ব্রাজিলেরও বেশ কিছু সুযোগ বাঁচিয়ে দেন কোরিয়া গোলরক্ষক। ৭৬ মিনিটে দক্ষিণ কোরিয়ার এক মাত্র গোল পেক হিউং হো-র জোরালো শটে।

Exit mobile version