জনতার কলম ওয়েবডেস্ক :- এ বারের ফুটবল বিশ্বকাপ গ্রুপ পর্ব থেকেই টানটান। নকআউটের ম্যাচ যে আরও রুদ্ধশ্বাস হবে তা নিশ্চিত ছিল। তেমনই এক রুদ্ধশ্বাস লড়াই দেখা গেল শেষ ষোলোয় জাপান বনাম ক্রোয়েশিয়া ম্যাচে। কেউ কাউকে জমি ছেড়ে দিতে নারাজ। গত বিশ্বকাপের রানার্স, ইউরোপের পাওয়ার হাউস ক্রোয়েশিয়ার চোখে চোখ রেখে লড়াই। যার জেরে ম্যাচের ৯০ মিনিট ফলাফল ছিল ১-১ সমতায়। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তাতেও ম্যাচের ফয়সালা না হওয়ায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুট-আউটে। সেখানেই জাপানের স্বপ্নভঙ্গ। এশিয়ার দলটিকে ৩-১ গোলে হারিয়ে শেষ আটে পা রেখেছে ক্রোয়েশিয়া। ফের একবার শেষ ষোলোর ম্যাচ থেকে বিদায় নিতে হল জাপানকে।