জনতার কলম ওয়েবডেস্ক :- ঘরের মাটিতে প্রথম টেস্ট ম্যাচে সফরকারী ইংল্যান্ডের কাছে হেরে গেল বাবর আজমরা। ম্যাচের শেষের দিন জয়ের জন্য ৩৪৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ২৬৮ রানে গুটিয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। ফলে ৭৪ রানে হারতে হয়েছে প্রথম টেস্ট। ২২ বছর বাদে পাকিস্তানের মাটিতে টেস্ট জিতল ইংল্যান্ড। রাওয়ালপিন্ডিতে টেস্ট ম্যাচে কার্যত রানের বন্যা বয়েছে। প্রথম ইনিংসে ৬৫৭ রান তুলেছিল সফরকারী দল। জবাবে প্রথম ইনিংসে ৫৭৯ রান সংগ্রহ করে বাবর আজমরা। অর্থাত্ প্রথম ইনিংসে ৭৮ রানের লিড নিয়েছিল বেন স্টোকস-জো রুটরা। দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে সাত উইকেটে ২৬৪ রান তোলে ডিক্লেয়ার্ড করে ইংল্যান্ড। অর্থাত্ বাবর আজমদের জয়ের জন্য ৩৪৩ রানের লক্ষ্যমাত্রা দেওয়া হয়। ওই লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। ২৫ রানের মধ্যেই দুই উইকেট খোয়ায়। অধিনায়ক বাবর আজম মাত্র চার রান করে সাজঘরে ফেরেন। সর্বোচ্চ রান করেন সৌদ শাকিল। তিনি ৭৬ রান করে দলকে ভদ্রস্থ জায়গায় পৌঁছে দেন। ইমাম উল হক ৪৮ এবং মহম্মদ রিজওয়ান ৪৬ রান করেন। ছয় ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ২৬৮ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। প্রথম টেস্ট জেতায় তিন টেস্টের সিরিজে ১-০-তে এগিয়ে গেলেন বেন স্টোকসরা।
পাকিস্তান বনাম ইংল্যান্ডের মধ্যে প্রথম টেস্টে চার ব্যাটসম্যান শতরান পেয়েছেন। সফরকারী দলের হয়ে শতরান করেছেন হ্যারি ব্রুক ও জাক ক্রলি। পাকিস্তানের হয়ে শতরান করেছেন বাবর আজম ও ইমাম উল হক। সর্বাধিক উইকেট নিয়েছেন ইংল্যান্ডের জাক উইলিস। তিনি ১৯৯ রানে ছয় উইকেট নিয়েছেন।