জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর উদ্যোগে এবার হতে চলেছে ‘চন্দ্র মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট’। আয়োজন করছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন ।২ ডিসেম্বর ২০২২ থেকে ৮ জানুয়ারি ২০২৩ পর্যন্ত উমাকান্ত মিনি স্টেডিয়ামে এই টুর্নামেন্ট চলবে।এই বছর টুর্নামেন্টটি গৌর চন্দ্র সাহার স্মৃতিতে উৎসর্গ করা হয়েছে। গৌর চন্দ্র সাহা ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ- সভাপতি। তিনি শ্যাম সুন্দর কোং জুয়েলার্সেরও প্রতিষ্ঠাতা। তিনি সবসময় ফুটবলের মতো একটি খেলাকে সম্পূর্ণ ভাবে সব দিক দিয়ে সমর্থন করে গিয়েছেন। শুক্রবার টুর্নামেন্টের সূচনা হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় লাল বাহাদুর ক্লাব বনাম রামকৃষ্ণ ক্লাব খেলা শেষে ফলাফল হয় লাল বাহাদুর ক্লাব ৩ ও রামকৃষ্ণ ক্লাব ২ জয়ী লাল বাহাদুর ক্লাব।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার রতন চক্রবর্তী শ্যামসুন্দর কোং জুয়েলার্সের কর্ণধার রূপক সাহা ,অর্পিতা সাহা সহ অন্যান্যরা।