জনতার কলম ওয়েবডেস্ক :- উত্তেজনার পারদ শেষ মুহূর্ত অবধি। জাপানের অনবদ্য ফুটবলে জার্মানির বিদায়। প্রতি মুহূর্তে অঙ্ক বদলে গেল। জাপানের বিরুদ্ধে এগিয়ে ছিল স্পেন। দ্বিতীয়ার্ধে ম্যাচের রং বদলে দিল জাপান। স্পেনকে ২-১ গোলে হারিয়ে দিল তারা। নিজেরা যেমন ইতিহাসের দিকে এগোচ্ছিলেন, জার্মানির বিদায়ের রাস্তা তৈরি হচ্ছিল। স্পেন অল্পের জন্য বেঁচে গেল। প্রথম ম্যাচে কোস্টারিকার বিরুদ্ধে ৭-০ ব্যবধানে জিতেছিল স্পেন। সেই গোলপার্থক্যই স্পেনকে নকআউটে পৌঁছে দিল। প্রথম ম্যাচে জার্মানি, এদিন স্পেনকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে জাপান।