Site icon janatar kalam

দ্বাদশতম বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট প্রতিযোগিতা আগামী ১০ ডিসেম্বর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি প্রয়াত চিত্র সাংবাদিক বুদ্ধ গুপ্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবারও অনুষ্ঠিত হবে বুদ্ধ গুপ্ত স্মৃতি মিডিয়া ক্রিকেট টুর্নামেন্ট।
রাজ্যের প্রথম শ্রেণির বাংলা সংবাদপত্র স্যন্দন পত্রিকার উদ্যোগে দ্বাদশতম এই মিডিয়া ক্রিকেট প্রতিযোগিতা আগামী ১০ ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে আগরতলা স্বামী বিবেকানন্দ ময়দানে। এদিন সকাল ৮টায় এই আসরের উদ্বোধন করবেন স্যন্দন পত্রিকার সম্পাদক ও স্যন্দন টিভির ম্যানেজিং ডিরেক্টর সুবল কুমার দে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন আগরতলা প্রেসক্লাবের সম্পাদক প্রণব সরকার, বিশিষ্ট ব্যবসায়ী রুপম রায় এবং অভিজিৎ সাহা প্রমূখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্কুল অফ সায়েন্স-এর অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য। ফাইনাল ম্যাচের শেষে হবে পুরস্কার বিতরণী ও সমাপ্তি অনুষ্ঠান। এতে রাজ্যের ৩ জন ক্রীড়া সাংবাদিক মণিময় রায়, দেবব্রত চক্রবর্তী ও অরিন্দম চক্রবর্তীকে সংবর্ধনা দেওয়া হবে। আসরে সুদৃশ্য ট্রফি সহ চ্যাম্পিয়ন দলকে দুই হাজার টাকা, রানার্স-আপ দলকে দেড় হাজার টাকা ও ম্যান অফ দ্য টুর্নামেন্টকে এক হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। এবারের আসরটির স্পন্সরর হিসেবে রয়েছে ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড, ত্রিপুরা স্টেট এইডস্ কন্ট্রোল সোসাইটি, ব্লুস্টার, বালাজি ডিজিকম, স্বপ্ননীর রিয়েলটরস্। দ্বাদশতম বুদ্ধ গুপ্ত স্মৃতি আসরও রাজধানী আগরতলা কেন্দ্রিক হবে। এতে রাজ্যের মিডিয়া হাউসে কর্মরত সাংবাদিক, চিত্র সাংবাদিক এবং ভিডিও এডিটর-রা অংশ নিতে পারবেন। আসরে অংশ নিতে ইচ্ছুক দলগুলিকে সর্বাধিক ৮ জন খেলোয়াড়ের তালিকা ও খেলোয়াড়দের পরিচয় পত্র সহ আগামী ৭ ডিসেম্বর রাত ৮টার মধ্যে স্যন্দন ভবনে এন্ট্রি জমা করতে বলা হচ্ছে। লটারির মাধ্যমে ক্রীড়াসূচি তৈরি করে তা ৮ ডিসেম্বর জানিয়ে দেয়া হবে। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান টুর্নামেন্ট কমিটির কর্মকর্তারা।

Exit mobile version