জনতার কলম ওয়েবডেস্ক :- BCCI বার্ষিক ৯১তম সাধারণ সভা থেকে সিদ্ধান্ত এইবার bcci এর প্রেসিডেন্ট পদে বসলেন রজার বিনি। অপেক্ষা ছিলো শুধু ঘোষণার। এবারের বিসিসিআইয়ের নির্বাচনের আগে সৌরভ গঙ্গোপাধ্যায় মনোনয়ন পত্র জমা দেননি যদিও। তাই পরিষ্কার হয়ে গিয়েছিলো আগে থেকেই যে এই বার অন্য কেও তার জায়গায় বসতে চলেছে। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় Bcci সভাপতি পদে না থাকলেও, জয় শাহ একই পদে থাকছে।