জনতার কলম ওয়েবডেস্ক :- বুমরার পরিবর্ত হিসেবে দলে যোগ দিচ্ছেন মহম্মদ শামী শুক্রবার ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানিয়ে দেওয়া হলো এই খবর।। ওয়ার্ম আপ ম্যাচের আগে ব্রিসবেনে ভারতীয় শিবিরে যোগ দেবেন তিনি। ইতিমধ্যেই অস্ট্রেলিয়া উড়ে গিয়েছেন শামী। Bcci থেকে আরো জানানো হয়েছে যাতে খেলা চলাকালীন কেও যদি চোট পান তারজন্য মহম্মদ শিরাজ ও শাদুর্ল ঠাকুর কেও বিকল্প হিসেবে দলে যোগ দেবেন।