Site icon janatar kalam

ভলিবলে ভারতের বিএসএফ কে পরাজিত করে বি জিবি,র জয়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বি এস এফ এবং বি জিবি,র মধ্যে এক বন্ধু পূর্ণ ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল সাবরুম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের মধ্যে আয়োজিত ভলিবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। ভলিবল টুর্নামেন্ট দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে টানটান উত্তেজনায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী 2.0 গোলে ভারতের বিএসএফ কে পরাজিত করে |উপস্থিত ছিলেন বিএসএফ 109 ব্যাটালিয়ন কমান্ডেন্ট অশোক কুমার যাদব. এবং বাংলাদেশের বি জি বি 40 ব্যাটেলিয়ান কমান্ডেন্ট সোহেল আহমেদ।

Exit mobile version