জনতার কলম ত্রিপুরা কদমতলা প্রতিনিধি :-কদমতলা স্কুলে মাঠে ফুটবল ম্যাচ চলাকালে রণক্ষেত্র। উত্তেজিত জনতাকে পুলিশের লাঠি পেটা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এসে আক্রান্ত পুলিশ, ব্লক চেয়ারম্যানকে ঠেলা ঠাক্কা।পন্ডিত দিনদয়াল উপধ্যায় প্রাইজমানি নক আউট ফুটবল টুনামেন্টের সেমিফাইনাল চলাকালীন ঘটে বিপত্তি। শনিবার ফুটবল ম্যাচ ছিল উত্তর ফুলবাড়ি এফসি বনাম কাঠালতলি একাদশের মধ্যে ৷ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় ফুলবাড়ি এফসি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবার পর ১০ মিনিটে ঘটে বিপত্তি। উত্তর ফুলবাড়ির এফসির এক খেলোয়ারকে কাঠালতলীর এক খেলোয়ার ধাক্কা মারায় শুরু হয় দর্শকদের হৈ চৈ। খেলোয়ারদের মধ্যে ঘটনা কিন্ত উত্তর ফুলবাড়ির সর্মথকরা উত্তেজিত হয়ে মাঠে ডুকে পড়ে। তখনই শুরু হয় উত্তেজনা দুদলের সর্মথকরা মাঠে ঢুকে পড়ে। একসময় টিএসআর জওয়ানের উপর চেয়ার ছুড়ে মারায় পরিস্থিতি আরো উপপ্ত হয়। ব্লক চেয়ারম্যান সুব্রত দেব পরিস্থিতি সামাল দিতে ছুটে গেলে উত্তর ফুলবাড়ির সমথকরা উনাকে ঠেলা ঠাক্কা করে। পুলিশ বাধ্য হয়ে লাঠি চালায়। মাঠ থেকে বেরিয়ে যায় কাঠাতলি একাদশ। পরবর্তীতে রেফারি উত্তর ফুলবাড়ি এফসিকে জয়ী বলে ঘোষণা করেন। আগামী সোমবার ফাইনাল ম্যাচ হবে। এদিকে প্রশ্ন উঠছে ফাইনাল ম্যাচটি কি আদতে শান্তিতে হবে। কদমতলার ওসি সুশান্ত দেব সহ পুলিশ, টিএ সার, আধা সামরিক বাহিনীরা পরিস্থিতি সামাল না দিলে রক্ত ক্ষয়ী সংঘর্ষ হত এদিন। এই সেমিফাইনাল ম্যাচটি আরো একবার হয়েছিল। রেফারির সিদ্ধান্ত ভুল থাকায় গন্ডগোল বাধে সেদিন। পরে কমিটি সহ দুটি দল বৈঠকে বসে পরবর্তীতে পুনরায় ম্যাচ করার সিদ্ধান্ত হয়। কিন্তু শনিবারে ও সেই গন্ডগোল। কার্যত রণক্ষেত্র হল কদমতলা মাঠ। দর্শকরা হতাশ।তবে আগামী ম্যাচ শান্তিপূর্ণভাবে হওয়ার প্রত্যাশা রাখছে দর্শকরা।