Site icon janatar kalam

হাফ ম্যারাথনে সেরা মোবারক ও অনুশ্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
আগরতলা মেলার মাঠ স্থিত এগিয়ে চল সংঘের হীরক জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে রবিবার মহালয়ার প্রভাতে সংঘের প্রাঙ্গনে এক প্রাইজমানি হাফ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অ্যাথলেটিকরা অংশ নেয় এই হাফ ম্যারাথনে। একপ্রকার সাড়া জাগিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই এদিন শুরু হয় এই দৌড় প্রতিযোগিতা। পুরুষদের ২১ কিমি ও মহিলাদের ১০ কিমি এই ম্যারাথন দৌড়ের সূচনা হয় এদিন সকাল ছয়টায়। ম্যারাথন দৌড়ের সূচনা পর্বে ফ্ল্যাগ অফ্ করেন পদ্মশ্রী তথা রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার, দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী ও বিশিষ্ট সমাজসেবী অর্পিতা সাহা প্রমূখ। হাফ ম্যারাথনে পুরুষদের ২১ কিঃমি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে যথাক্রমে মোবারক হোসেন, আকাশ বর্মন ও অনিমেষ দে। অপরদিকে মহিলা বিভাগে প্রথম তিন স্থানাধিকারীরা হলেন অনুশ্রী মালাকার, রাধা দেবনাথ ও অর্পিতা সরকার। দৌড় পর্ব শেষ হওয়ার পর সকাল আটটায় সমাপ্তি তথা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। উভয় বিভাগেই প্রথম তিন স্থানাধিকারী ছাড়াও ১০ জন করে মোট কুড়িজনকে আর্থিক পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

Exit mobile version