জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম জেলা ভিওিক অ্যথলেটিক্স আসরের অংশ গ্রহন করার লক্ষ্যে রবিবার আই.টি.আই মাঠে সদরের দল গঠন করা হয়। এ.এম.সি ও ডুকলি ব্লক থেকে আসা অ্যথলেটিক্সদের মধ্য থেকে বালক ও বালিকা উভয় বিভাগে সদরের দল বাছাই করা হয় এদিন। জানিয়েছেন পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সম্পাদক অপু রায়।আগামী ২৬ সেপ্টেম্বর রানীর বাজারে অনুষ্ঠিত হবে জেলাভিত্তিক অ্যাথলেটিক্স আসর।