জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সদর সাব ডিভিশন লেভেল স্কুল স্পোর্টস কম্পিটিশন অনুষ্টিত হল এন এস আর সি সি হলে। মোট 20 জন এই প্রতিযোগীতায় অংশগ্রহন করেছে মহিলা ও পুরুষ উভয় বিভাগে। এ নিয়ে এএমসি সচিব অশোক কুমার পাল জানান , মহাকুমা স্তরে খেলার পর অনুষ্ঠিত হবে জেলা স্তরে। এখান থেকে রাজ্য ভিত্তিক খেলার জন্য খেলোয়াড়দের বেছে নেওয়া হবে। রাজ্য ভিত্তিক খেলা অনুষ্ঠিত হবে বাধারঘাটস্থিত দশরথ স্টেডিয়ামে। উল্লেখ্য প্রধানমন্ত্রীর একটি কেন্দ্রীয় প্রকল্পে এই খেলা অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে উদ্যোক্তারা।