জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-
চিকিৎসকদের যাবতীয় চেষ্টাকে বিফলের দিকে ঠেলে দিয়ে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় রাজ্যের তরুণ প্রতিভাবান ফুটবলার রাহুল হরিজনের। উত্তর ত্রিপুরা জেলায় ফুটবল মাঠে ফুটবল খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পড়ে রাহুল। সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে আসা হয় আগরতলা জিবি হাসপাতালে। সেখানেই চলছিল তার চিকিৎসা। তবে অবস্থা ছিল খুবই সংকটাপন্ন। এর মধ্যেই শনিবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে রাজ্যের তরুণ এই ফুটবলারটি। জিবিতে চিকিৎসা চলাকালীন সময়ে তার চিকিৎসার খোঁজ-খবর নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও। কিন্তু চিকিৎসকদের যাবতীয় চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো গেল না। তরুণ প্রতিভাবান ফুটবলারের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরে স্বাভাবিকভাবেই শোকের ছায়া ফুটবল মহলে। রবিবার বিকেলে তার বাড়িতে ছুটে যান ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের কর্মকর্তারা। এসোসিয়েশনের সচিব অমিত চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা প্রয়াত ফুটবলারের বাড়িতে গিয়ে তার পরিবার পরিজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। পরে রাহুলের বাবার হাতে আপাতত এককালীন ১০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেন এসোসিয়েশনের কর্মকর্তারা। এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী জানান, প্রাথমিকভাবে এই সহায়তা প্রদান করা হলেও আগামী দিন কিভাবে গোটা পরিবারটির পাশে দাঁড়ানো যায় তা খতিয়ে দেখবে এসোসিয়েশন।