খেলার মাধ্যমে সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব : পুলিশ সুপার মিহির লাল দাস
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিভিন্ন থানা এলাকায় প্রায়ই প্রয়াস নামক কর্মসূচির আয়োজন করা হয়। এর উদ্দেশ্য সাধারণ মানুষের সঙ্গে পুলিশ কর্মীদের সুসম্পর্ক বজায় রাখা।প্রয়াস কর্মসূচী অঙ্গ হিসেবে শনিবার কুলাই রাম রতনপাড়া মাঠে অনুষ্ঠিত হয় আমবাসা মহকুমার সাংবাদিক ও ধলাইজেলার পুলিশদের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধলাই জেলারপুলিশ সুপার মিহির লাল দাস।
এছাড়া ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারমানবেন্দ্র চৌধুরী, আম্বাসা থানার ওসি নন্দন দাস সহ অন্যান্যরা। প্রথমে বলেব্যাট মেরে এই প্রীতি ম্যাচের উদ্বোধনকরেন পুলিশ সুপার। এদিকে টসে জিতেব্যাট করার সিদ্ধান্ত নেয় আমবাসা মহকুমার সাংবাদিকরা। নির্ধারিত ২০ওভারে ৯০ রান সংগ্রহ করে। জবাবে জেলার পুলিশ কর্মীর টিম ৯১ রান সংগ্রহ করে ম্যাচে বিজয়ী হয়।
খেলা শেষে রানার্স টিম ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলার পুলিশ সুপার মিহির লাল দাস। বক্তব্য রাখতে তিনি বলেন,আমরা এই প্রীতি ম্যাচ খেলার মাধ্যমে বার্তা ছড়াতে চাই খেলার মাধ্যমে সুস্থসমাজ গড়ে তোলা সম্ভব। এটা আমাদের একটা প্রয়াসের পাঠ, আমরা প্রতিনিয়তই এসব কর্মসূচি গ্রহণ করে থাকি। নেশা থেকে যেন যুব সমাজকে ফিরে আসার বার্তা দেন তিনি।
নেশা মুক্ত ত্রিপুরা গড়তে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে, তার মধ্যে স্বরাষ্ট্র দপ্তরের উদ্যোগে গত বছর ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। লক্ষ্য একটাই নেশার কবল থেকে যুবকদের সরিয়ে এনে খেলাধুলায় মনোনিবেশ করার। সেই উদ্যোগকে সমানে রেখেই আমবাসায় অনুষ্ঠিত হল ক্রিকেট ম্যাচ।